ওমিক্রন: ভারতের ‘ঝুঁকিপূর্ণ’ তালিকায় রয়েছে বাংলাদেশ

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশসহ ১২টি দেশকে ‘ঝুঁকিপূর্ণ’ হিসেবে তালিকাভুক্ত করে ভ্রমণে কড়াকড়ি আরোপ করেছে ভারত। করোনার নতুন ধরন ওমিক্রনের সংক্রমণ ঠেকাতে এই পদক্ষেপ নিয়েছে দেশটি।

সোমবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে হিন্দুস্তান টাইমস।

এই তালিকায় রয়েছে, বাংলাদেশ, যুক্তরাজ্য, দক্ষিণ আফ্রিকা, ব্রাজিল, বোতসোয়ানা, চীন, মরিশাস, নিউজিল্যান্ড, জিম্বাবুয়ে, সিঙ্গাপুর, হংকং ও ইসরায়েল। ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুসারে, ‘ঝুঁকিপূর্ণ’ দেশগুলো থেকে ভ্রমণকারী অথবা ট্রানজিটগ্রহীতাদের ভারতে পৌঁছানোর পরই আরটি-পিসিআর টেস্ট করাতে হবে। ফলাফল আসা পর্যন্ত বিমানবন্দরে অপেক্ষা করতে হবে।

ভ্রমণকারীদের কেউ করোনা পজিটিভ শনাক্ত হলে ভারত সরকার নির্ধারিত জায়গায় আইসোলেশনে নিয়ে যাওয়া হবে এবং নেগেটিভ শনাক্ত না হওয়া পর্যন্ত তাদের সেখানেই থাকতে হবে। বাংলাদেশে ওমিক্রন শনাক্ত না হলেও ঝুঁকিপূর্ণ তালিকায় রেখেছে দেশটি।

সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, কোভিডের নতুন স্ট্রেইন ওমিক্রন নিয়ে বিশ্বজুড়ে উদ্বেগ ছড়িয়ে পড়ায় এই সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রাণালয়। ভ্রমণকারীদের গত ১৪ দিনের ভ্রমণের ইতিহাস সম্পর্কে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দিতে হবে।