করোনা মোকাবেলায় ব্যবসায়ী ও ভোক্তাদের সাথে ভোক্তা-অধিদপ্তরের নানা কার্যক্রম

ভোক্তাকণ্ঠ প্রতিনিধি: করোনায় দেশের বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে রাজধানীসহ বিভিন্ন জেলায় নিয়মিত তদারকিমূলক অভিযান পরিচালনা করছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। অভিযানের পাশাপাশি ভোক্তা ও ব্যবসায়ীদের সাথে সচেতনতামূলক বিভিন্ন কার্যক্রম গ্রহণ করা হয়েছে।

আজ রাজধানীসহ কুড়িগ্রাম, চাঁদপুর, রাজশাহী, যশোর, গোপালগঞ্জ, শরীয়তপুর, কিশোরগঞ্জ, ফরিদপুর, সিলেট ও নওগাঁ জেলায় বিশেষ তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়। এসময় বিভিন্ন বাজারের সার্বিক পরিস্থিতি স্বাভাবিক দেখতে পাওয়া যায় বলে অধিদপ্তর থেকে জানানো হয়।

অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা বলেন, দেশের সকল বাজারের চালের দোকান,মুদি দোকান,সবজির দোকান, পেঁয়াজ, রসুন, আদা, চাল, তেল, কাঁচামাল, মাংসসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্য সামগ্রীর দাম যাচাই করা ও ওষুধসামগ্রীর ন্যায্য মূল্যে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে তদারকিমূলক এসব অভিযান পরিচালিত করা হচ্ছে।

এছাড়াও অভিযানে অধিদপ্তর থেকে নিম্নোক্ত সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করে:

১। বাজার বণিক সমিতির সদস্যদের সাথে মতবিনিময়
২। নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ীদের প্রতি অনুরোধ জানানো।
৩। হ্যান্ড মাইকে করোনার প্রাদুর্ভাব মোকাবেলায় ব্যবসায়ীদের সামাজিক দূরত্ব বজায় রাখাসহ পরিস্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম জোড়দার করার আহ্বান। ও
৪। ভোক্তা অধিকার বিষয়ক লিফলেট, প্যাম্পলেট বিতরণ করা হয়।