বিএসটিআই’র অভিযানে ২০ হাজার টাকা জরিমানা

নিজস্ব প্রতিবেদক:

‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮’ অনুযায়ী একটি প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

বৃহস্পতিবার ঢাকা মহানগরীর মিরপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এ জরিমানা করা হয়।

বিএসটিআই’র ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে বৈধ ভেরিফিকেশন সনদ গ্রহণ ব্যতীত ১০০০ কেজি ধারণক্ষমতার প্লাটফর্ম স্কেল ব্যবহার করায় মেসার্স সিমেন্ট হাউস এন্ড কোম্পানি, ৮২/২, মাজার রোড, গাবতলী, মিরপুর, ঢাকা প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা জরিমানা করে বিএসটিআই।

এছাড়াও, ঢাকা মহানগরীর মিরপুর-১ কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে ব্যবসায়ীদের ব্যবহৃত ওজনযন্ত্রের পরিমাপ যাঁচাই করা হয় ও পরিমাপে সঠিক পাওয়ায় ধন্যবাদ জ্ঞাপন করা হয় এবং আগামী ৭ কার্যদিবসের মধ্যে সকল ব্যবসায়ীদের ব্যবহৃত ওজন/ওজনযন্ত্রের ভেরিফিকেশন সনদ গ্রহণের নির্দেশ প্রদান করা হয়।

ভ্রাম্যমাণ আদালত অভিযানে বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে পরিদর্শক মোঃ মঈন উদ্দিন অংশগ্রহণ করেন।

আরইউ