তৃতীয় দফায় বাড়লো ‘লকডাউন ও ছুটির মেয়াদ

ভোক্তাকন্ঠ প্রতিবেদক: করোনাভাইরাসের প্রকোপ ঠেকাতে লকডাউনের মেয়াদ বাড়ল আরোও তিন দিন। আজ রোববার তৃতীয় দফায় আরও তিনদিন লকডাউন বাড়ানোর সিদ্ধান্ত জানায় জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন।
এদিকে লকডাউনের সাথে সাথে সরকারী-বেসরকারী সব অফিস আদালতের ছুটিও বাড়ান হয়েছে ১৪ এপ্রিল পর্যন্ত।

জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন জানান,”এর আগে ১১ তারিখ পর্যন্ত অফিস আদালত বন্ধ রাখার ঘোষনা দিয়েছিল সরকার,এখন তা ১৪ এপ্রিল পর্যন্ত বাড়ান হয়েছে”।

নতুন করে ১২ ও ১৩ এপ্রিল সাধারন ছুটি ও ১৪ এপ্রিল বাংলা নববর্ষের ছুটি যোগ করে আরো তিন দিন ছুটির মেয়াদ বাড়ান হয়।

জনপ্রশাসন মন্ত্রণালয় জানায়” করোনাভাইরাসের মহামারী মোকাবেলা এবং এর ব্যাপক বিস্তার রোধে এই ছুটি বাড়ানো হয়েছে”।

তবে জরুরি পরিসেবার (বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিস, পরিচ্ছন্নতা কার্যক্রম, টেলিফোন ও ইন্টারনেট ইত্যাদি) ক্ষেত্রে এ ব্যবস্থা প্রযোজ্য হবে না।
জনপ্রশাসন মন্ত্রণালয় আরো থেকে জানা যায়” “কৃষিপণ্য, সার, কীটনাশক, জ্বালানি, সংবাদপত্র, খাদ্য, শিল্প পণ্য, চিকিৎসা সরঞ্জামাদি, জরুরি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য পরিবহন এবং কাঁচা বাজার, খাবার, ওষুধের দোকান ও হাসপাতাল এ ছুটির আওতার বাইরে থাকবে।”

এছাড়া জরুরি প্রয়োজনে অফিস ঔষধশিল্প, উৎপাদন ও রপ্তানিমুখী শিল্প কারখানা চালু রাখতে পারবে।
করোনা ভাইরাস প্রতিরোধে প্রথম দফায় ৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত সব অফিস আদালত বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার ।এর পর দ্বিতীয় দফায় ছুটির মেয়াদ বাড়িয়ে করা হয় ১১ এপ্রিল পর্যন্ত।আজ রোববার নতুন করে আরো তিন দিন বাড়ানো হলো।