বড় পতনের মুখে আন্তর্জাতিক জ্বালানি তেলের বাজার

অনলাইন ডেস্ক: করোনা মহামারীর তীব্র প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। কমেছে তেলের চাহিদা ও দাম । প্রতি ব্যারেল তেলের দাম ১৫ দশমিক ৬৫ ডলারে গিয়ে ঠেকেছে। 

আজ সোমবার এশিয়ার বাজারে লেনদেনের শুরুতে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) তেলের দাম ১৪ শতাংশ কমে গেছে।

জানা যায়, যুক্তরাষ্ট্রে তেল সংরক্ষরণাগারগুলো তেলের অতিরিক্ত চাপ আর নিতে পারছে না।যার কারনে আরও কমে যাচ্ছে জ্বালানি তেলের দাম।

এদিকে গত মার্চ মাসে জ্বালানী তেলের দাম ১৮ বছরের মধ্যে সর্বনিম্ন অবস্থানে নেমে আসে। এমন পরিস্থিতি মোকাবেলায় আলোচনায় বসে তেল উতপাদনকারী শীর্ষ দেশগুলোর। গত ১৩ এপ্রিল নানা জল্পনা-কল্পনা শেষে ওপেক প্লাস ও তেল উৎপাদক মিত্রদেশগুলো উৎপাদন কমানোর ঐতিহাসিক সমঝোতায় পৌঁছায়।

জানা যায়, দৈনিক ৯৭ লাখ ব্যারেল তেল উৎপাদন কমানোর শীদ্ধান্তে একমত হয়েছে শীর্ষ তেল উৎপাদক ও রপ্তানিকারকদের এই জোট,যা বিশ্বের মোট উৎপাদনের ১০ শতাংশ।তবে বিশ্লেষকরা মপ্নে করছেন বর্তমানে যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে এটি যথেষ্ট নয়।