কিশোরগঞ্জে বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানকে ভোক্তা আইনে অর্থদণ্ড জরিমানা

ভোক্তাকন্ঠ প্রতিনিধি: জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের বাজার মনিটরিং এবং একাধিক ব্যবসাপ্রতিষ্ঠানকে জরিমানা করা হয়।

আজ জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক মহোদয়ের সার্বিক নির্দেশনায় কিশোরগঞ্জ জেলা কার্যাল‌য়ের সহকারী প‌রিচালকের নেতৃত্বে কিশোরগঞ্জ জেলার সদর উপজেলার একরামপুর ফল আড়তে এই তদারকিমূলক অভিযান পরিচালনা করা হয়।

বাজার মনিটরিং কার্যক্রমে বিভিন্ন প্রতিষ্ঠানে মূল্য তালিকা না থাকা, মূল্য তালিকা আপডেট না রাখার কারনে ভোক্তা অধিকার আইন, ২০০৯ অনুযায়ী ৩ টি প্রতিষ্ঠান কে মোট পাঁচ হাজার টাকা অর্থদন্ড করা হয়।

এছাড়াও বাজারের সম্মানিত ব্যবসায়ীগণকে পণ্য ক্রয় রশিদ সংরক্ষণ এবং বিক্রয় রশিদ প্রদান করার জন্য বলা হয়। পাশাপাশি মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রয় না করতে বলা হয়। এছাড়া ব্যবসায়ী‌গণকে ন্যায্যমূ‌ল্য পণ্য বি‌ক্রি কর‌তে, মূল্য তালিকা প্রতিদিন হালনাগাদ করার জন্যে এবং ভোক্তাসাধারণকে নির্দিষ্ট দূরত্বে রেখে পণ্য বিক্রয় করার জন্য নি‌র্দেশনা প্রদান করা হয়।