আবারো কালো টাকা সাদা করার সুযোগ আসছে

অনলাইন ডেস্ক: ৃকরোনা পরিস্থিতিতে ২০২০-২১ অর্থবছরের নতুন বাজেটে কালোটাকা সাদা করার সুযোগ দেওয়ার কথা ভাবছে সরকার। রাজস্ব বাড়াতে ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ দিবে সরকার।

ঢাকা, চট্টগ্রাম ও বিভিন্ন জেলা শহরে নির্দিষ্ট পরিমাণ কর দিয়ে কালোটাকায় ফ্ল্যাট কেনার সুযোগ আছে। আগামী অর্থবছরে সুদের পরিমান কমিয়ে জমি কেনায় কালোটাকা ব্যাবহারে সুযোগ দেওয়া হবে।

বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান পলিসি রিসার্চ ইনস্টিটিউটের (পিআরআই) নির্বাহী পরিচালক আহসান এইচ মনসুর বলেন, ‘ডুবন্ত মানুষ যেখানে তৃণখণ্ড ধরে বাঁচার চেষ্টা করে, এনবিআর সেই চেষ্টা করছে। কালোটাকা সাদা করার সুযোগ দিয়ে অতীতে কখনো খুব বেশি রাজস্ব পায়নি। আগামীতেও পাবে না।

এর বাইরে দেশের বিভিন্ন অর্থনৈতিক অঞ্চল ও হাইটেক পার্কেও কালোটাকা সাদা করা সুযোগ আছে। এসব অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগকৃত মোট অর্থের ১০ শতাংশ কর দিয়ে কালোটাকা সাদা করার সুযোগ থাকছে। ২০২৪ সালের জুন পর্যন্ত এই সুযোগ চালু থাকবে।

জাতীয় রাজস্ব বোর্ড বা এনবিআর সুত্রে জানা যায়, এ পর্যন্ত দেশে ১৬ বার কালোটাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে। সাবেক তত্ত্বাবধায়ক সরকারের আমলে সর্বোচ্চ ৯ হাজার ৬৮৩ কোটি টাকা সাদা করা হয়। এখন পর্যন্ত মোট ১৪ হাজার কোটি টাকা সাদা হয়েছে।

আগামী বাজেটে স্বাস্থ্য খাতে সবচেয়ে বেশি শুল্ক-কর ছাড় দেওয়া হবে।বর্তমানে আড়াই লাখ টাকা পর্যন্ত বার্ষিক আয়ে কোন কোনো কর দিতে হয় না। আগামী অর্থবছরে এই সীমা বাড়িয়ে তিন লাখের কাছাকাছি করা হবে।এছাড়া আগামী অর্থবছরে  পোষাক খাতের উৎসে দশমিক ২৫ শতাংশ কর সুবিধা অব্যাহত থাকবে।