আমানতকারীদের বিলম্বে টাকা জমা দেওয়ার সুযোগ দিচ্ছে কেন্দ্রীয় ব্যাংক

ভোক্তাকন্ঠ প্রতিনিধি: করোনা মহামারীর কারনে ব্যাংকঋণ গ্রহীতাদের নানা সুযোগের পর এবার ব্যাংকের আমানতকারীদের বিলম্বে টাকা জমা দেওয়ার সুযোগ দিল কেন্দ্রীয় ব্যাংক।

গতকাল সোমবার এক প্রজ্ঞাপন জারি জারি করে এসব তথ্য জানায় কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ ব্যাংকের প্রজ্ঞাপনে বলা হয়, চলতি করোনা মহামারীর কারনে অনেকের পক্ষে সময়মতো টাকা জমা দেওয়া সম্ভব হয়নি। সে জন্য এপ্রিল ও মে মাসের কিস্তি দেরিতে জমা দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের অতিরিক্ত অর্থ আদায় করা যাবে না।

প্রজ্ঞাপনে আরো বলা হয়, আমানতকারিদের ২০ জুনের মধ্যে এপ্রিল ও মে মাসের কিস্তি জমা করতে হবে। কোনো আমানতকারীর বিলম্বে কিস্তি দেওয়ার জন্য যদি ইতমধ্যে কোন ধরনের অতিরিক্ত অর্থ দিয়ে থাকে তাহলে তা সংশ্লিষ্ট আমানতকারীর হিসাবের সাথে সমন্বয় করতে হবে।

এর আগে করোনা ভাইরাসের কারনে ব্যাংকঋণ গ্রহীতাদের সুদ কমানো, বিলম্বে কিস্তি জমা দেওয়ার পাশাপাশি সরকারের পক্ষ থেকে সুদের কিছু অংশ প্রদান করার ঘোষণা এসেছে। বাংলাদেশ ব্যাংক এবার আমানতকারীদের জন্য বিলম্বে টাকা দেওয়ার সুযোগ করে দিল।