আন্তর্জাতিক বাজারে দেশের তৈরি সিলিন্ডার

অনলাইন ডেস্কঃ

প্রথমবারের মতো দেশে তৈরি এলপিজি সিলিন্ডার বিদেশে রপ্তানির মাধ্যমে দেশের রিপ্তানি খাতের নতুন অধ্যায়ের সূচনা করেছে ওমেরা সিলিন্ডার লিমিটেড। সম্প্রতি আফ্রিকায় বেশ কিছ এলপিজি আমদানীকারক কোম্পানিতে দেশেই তৈরি সিলিন্ডার রপ্তানি করা হয়।

ওমেরা সিলিন্ডার লিমিটেডের পরিচালক আজম জে চৌধুরী বলেন, ‘আমরা আশা করি, সামনের দিনগুলোয় বিশ্বের অন্যান্য দেশে যেখানে এলপিজি সিলিন্ডারের চাহিদা রয়েছে, সেসব দেশেও ওমেরার উৎপাদিত সিলিন্ডার অতি শিগগির পৌঁছে দিতে পারব। মানের দিক থেকে আপসহীন থাকার কারণেই এই সাফল্যের স্বীকৃতি পেয়েছে ওমেরা।’


ওমেরা সিলিন্ডার লিমিটেড ২০১৫ সাল থেকে তাদের সিলিন্ডার তৈরি শুরু করে। দেশের চাহিদা মিটিয়ে এবার প্রথমবারের মত ইউরোপীয় মানদণ্ড মেনে উন্নত প্রযুক্তি, দক্ষ জনবল, উৎপাদক এবং গ্রাহকের স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করে ওমেরার মাধ্যমে এই খাত এখন বিদেশের মাটিতে পা রাখল।