করোনায় ১২ ট্রিলিয়ন ডলারের ক্ষতি: আইএমএফ

অনলাইন ডেস্কঃ

করোনা ভাইরাসের কারনে বিশ্ব অর্থনীতিতে মোট ক্ষতির পরিমান ১২ ট্রিলিয়ন ডলারে গিয়ে দাঁড়াবে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ। গতকাল বুধবার চলতি অর্থবছরে বিশ্ব অর্থনীতির প্রবৃদ্ধির বিষয়ে এ পূর্বাভাস দেয় আইএমএফ।

এর আগে গত এপ্রিলে আরো একটি দেয় সংস্থাটি। আগের প্রতিবেদনে বলা হয়, করোনা মহামারীর কারনে ২০২০ সালে বিশ্ব অর্থনীতি ৩ শতাংশ সংকুচিত হবে। আগের প্রতিবেদনের সংশোধন করে এখন তারা বলছে করোনার প্রভাবে চলতি বছরে বিশ্ব অর্থনীতি ৪ দশমিক ৯ শতাংশ সংকোচন হবে।

সংস্থাটি আরো বলছে, করোনার কারনে সৃষ্ট অর্থনৈতিক ক্ষতি পূনরুদ্ধার করতে আরও দুই বছর সময় লাগতে পারে। আগামী বছর (২০২১) বিশ্ব প্রবৃদ্ধি ৫ দশমিক ৪ শতাংশ হতে পারে। করোনার প্রভাবে যুক্তরাষ্টের অর্থনীতি ৮ শতাংশ সংকুচিত হতে পারে। এছাড়া যুক্তরাজ্যের ১০ দশমিক ২ শতাংশ, ফ্রান্সের ১২ দশমিক ৫ শতাংশ, জাপানের ৫ দশমিক ৮ শতাংশ ও ইতালির অর্থনীতি ১২ দশমিক ৮ শতাংশ সংকুচিত হতে পারে বলে পূর্বাভাস দেয় সংস্থাটি।