রেলপথে বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য শুরু

অনলাইন ডেস্ক: করোনার বারণে পেট্রাপোল-বেনাপোল রেলপথে বাংলাদেশের সঙ্গে ভারতের আন্তর্জাতিক বাণিজ্য বন্ধ থাকার পর গতকাল তা ফের শুরু হলো।

স্থলপথে পেট্রাপোল-বেনাপোল রুটে বাণিজ্য শুরু হয়েছে আরো আগেই। যেখান ট্রাকে করে চলছে আমদানি-রপ্তানি।

রেলপথে কলকাতা থেকে উত্তর ২৪ পরগনার পেট্রাপোল ও বাংলাদেশের যশোর জেলার বেনাপোল হয়ে রেলপথে এই বাণিজ্য হয়ে থাকে।

গতকাল সকালে কলকাতা থেকে বাংলাদেশগামী মালবাহী ট্রেনে ভারতীয় পণ্য তোলা হয়। ৫০টি কন্টেইনার নেওয়া হয় ২৫টি বগিতে। এদিন বাংলাদেশে রপ্তানি করা হয় এক হাজার টন পণ্য। এর মধ্যে ছিল টেক্সটাইল ও কসমেটিকসসামগ্রী। গতকাল দুপুরেই মালবাহী ট্রেনটি বাংলাদেশের বেনাপোল সীমান্তে পৌঁছায়।

রেলপথে বাংলাদেশের সঙ্গে ফের পণ্য আমদানি-রপ্তানি শুরু হওয়ায় দুই দেশের বাণিজ্যিক সম্পর্ক আরও দৃঢ় হবে। মালবাহী ট্রেনে আরও বেশি করে পণ্য আমদানি-রপ্তানি বাড়বে বলে জানায় পেট্রাপোল শুল্ক বিভাগের কর্মকর্তারা।