এলপিজির মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদে মানববন্ধন

করোনাকালে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) মূল্য বৃদ্ধির প্রস্তাবের প্রতিবাদ জানিয়েছে গণতান্ত্রিক বাম ঐক্য। এর প্রতিবাদে রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে আজ রোববার বেলা সাড়ে ১১টার দিকে গণতান্ত্রিক বাম ঐক্য আয়োজিত এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে গণতান্ত্রিক বাম ঐক্যের নেতারা বলেন, সরকারি এলপিজি কোম্পানিগুলো বর্তমানে প্রতি সিলিন্ডারের মূল্য নিচ্ছে ৬০০ টাকা। আর বেসরকারি কোম্পানিগুলো ইচ্ছামতো দাম নিচ্ছে গ্রাহকদের কাছ থেকে। এই দাম এখন বাড়ানোর প্রস্তাব করেছে এলপিজি কোম্পানিগুলো। দেশে সরকারি এলপিজি কোম্পানি আছে একটি। আর বেসরকারি এলপিজি কোম্পানি আছে ৫৬টি। এর মধ্যে ২৮টি কোম্পানি সারা দেশে এলপিজি সরবরাহ করছে।

মানববন্ধনে বলা হয়, নতুন প্রস্তাবে সরকারি টেকনিক্যাল কোম্পানিগুলো প্রতি সিলিন্ডারের দাম ৯৫০ টাকা প্রস্তাব করেছে। বেসরকারি এলপিজি কোম্পানি প্রস্তাব করেছে ১ হাজার ২৫০ টাকা। এভাবে দাম বাড়ানো হলে মানুষ বিপদে পড়বে।বিজ্ঞাপন

মানববন্ধনে সংগঠনের সমন্বয়ক ও সমাজতান্ত্রিক মজদুর পার্টির সাধারণ সম্পাদক সামছুল আলম বলেন, করোনাকালে জনগণ এমনিতেই দুরবস্থার মধ্যে আছে। গ্যাসের দাম বাড়ালে মানুষের দুর্ভোগ আরও বাড়বে।

মানববন্ধনে আরও বক্তব্য দেন সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক হারুন চৌধুরী, পিডিবির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হারুন অর রশীদ, সমাজতান্ত্রিক মজদুর পার্টির কেন্দ্রীয় সদস্য সিরাজুল ইসলাম মাস্টার প্রমুখ।

প্রথম আলো / এস এইচ