গত কয়েকদিনে সংক্রমণ বেড়েছে ৯ গুণ

২৯ মার্চ জাতীয় হৃদরোগ ইনস্টিটিউট ও হাসপাতালের দক্ষিণ ব্লকের সম্প্রসারিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেন,হাসপাতালের ওপর চাপ সৃষ্টি না করে স্বাস্থ্যবিধি মেনে নিজেদের সুরক্ষিত রাখুন।

তিনি বলেন, পরিস্থিতি বিবেচনায় পিকনিক, বিয়ে, পর্যটন কেন্দ্র, মাহফিল ও সব ধরনের সামাজিক অনুষ্ঠান বন্ধ রাখতে হবে। কারণ গত ২০ দিনে করোনাভাইরাসের সংক্রমণ ৯ গুণ বৃদ্ধি পেয়েছে। স্বাস্থ্যমন্ত্রী আরও জানান, করোনা সংক্রমণের হার এভাবে বাড়তে থাকলে হাসপাতালে সেবা দেয়া কষ্টকর হবে। তাই হাসপাতালের ওপর চাপ সৃষ্টি না করে সংক্রমণ ঠেকাতে স্বাস্থ্যবিধি মানার পাশাপাশি নিজেদের সুরক্ষা নিশ্চিতে কার্যকর পদক্ষেপ নেয়ার আহ্বান জানান স্বাস্থ্যমন্ত্রী।

ভোরের ডাক সংবাদপত্রের সূত্র মতে, টিকা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে কথা হয়েছে বলেও জানান মন্ত্রী। তিনি জানান, ভারত থেকে যে পরিমাণ টিকা পাওয়ার কথা, সে পরিমাণ টিকা পাওয়া না গেলে, টিকা কার্যক্রম নিয়ে নতুনভাবে চিন্তা করতে হবে। মে জুনের আগে কোভ্যাক্সের টিকা আসবে না বলেও জানান মন্ত্রী।