টালমাটাল শেয়ার বাজার টানা ২১ দিন দরপতন

জাতীয়: টানা ২১ দিন ধরে শেয়ার বাজারে দরপতন চলছে। এতে বিনিয়োগকারীরা ২৪ হাজার কোটি টাকার বেশি ক্ষতিগ্রস্থ হয়েছে এই কয়েক দিনে। এমন ক্ষতিতে দিশেহারে হয়ে পড়ছে ক্ষুদ্র বিনিয়োগকারীরা। শেয়ার বাজার এমন চলতে থাকলে মুলধন হারাতে পারে এসব ব‌্যবসায়ীরা।

বাজারের মূলধন কমে যাওয়া প্রসঙ্গে বাংলাদেশ উন্নয়ন গবেষণা প্রতিষ্ঠানের (বিআইডিএস) গবেষক ড. জায়েদ বখত বলেন, ‘করোনা বাড়তে থাকায় মানুষজনের মধ্যে কিছুটা আতঙ্ক আছে। আবার বিভিন্ন ইস্যুতে রাজপথ কিছুটা গরম। যার প্রভাবে শেয়ার বাজার দরপতনের কবল থেকে বের হতে পারছে না।’

ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) তথ্য বলছে, গত সপ্তাহে লেনদেন হওয়া চার কার্যদিবসের মধ্যে দুই কার্যদিবস শেয়ার বাজারে দরপতন হয়। এর মধ্যে এক কার্যদিবসে ভয়াবহ ধস নামে। এতে বড় অঙ্কের অর্থ হারান বিনিয়োগকারীরা। সেইসঙ্গে মূল্যসূচকেরও বড় পতন হয়েছে। কমেছে লেনদেনের পরিমাণও।

তথ্য বলছে, সবকটি মূল্যসূচকের পতনের পাশাপাশি গত সপ্তাহে ডিএসইতে লেনদেনে অংশ নেওয়া বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমেছে। সপ্তাহজুড়ে ডিএসইতে দাম বেড়েছে ৯১টি প্রতিষ্ঠানের শেয়ার। দাম কমেছে ১২৩টির। আর ১৫৭টির দাম অপরিবর্তিত রয়েছে।

গত সপ্তাহের প্রতি কার্যদিবসে ডিএসইতে গড়ে লেনদেন হয়েছে ৫০৭ কোটি ২০ লাখ টাকা। আগের সপ্তাহে প্রতিদিন গড়ে লেনদেন হয় ৬০১ কোটি ৭৬ লাখ টাকা। অর্থাৎ, প্রতি কার্যদিবসে গড় লেনদেন কমেছে ৯৪ কোটি ৫৬ লাখ টাকা।

গত সপ্তাহজুড়ে ডিএসইতে মোট লেনদেন হয়েছে ২ হাজার ২৮ কোটি ৮১ লাখ টাকা। আগের সপ্তাহে লেনদেন হয়েছিল ৩ হাজার ৪ কোটি ৮৪ লাখ টাকা। সেই হিসাবে মোট লেনদেন কমেছে ৭৬ কোটি ৩ লাখ টাকা।

সূত্র: বাংলা ট্রিবিউন.কম