লকডাউনেও যানজট

মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১১ দফা নির্দেশনা দিয়ে সাত দিনের লকডাউন ঘোষণা করেছে সরকার। কঠোর নিষেধাজ্ঞার মধ্যেও কয়েক কিলোমিটার যানজট দেখা গেছে রাজধানীতে।

৫ এপ্রিল সকালে দেখা যায়, রাজধানীর মেয়র হানিফ ফ্লাইওভারের কাজলা মোড় থেকে রায়েরবাগ পর্যন্ত যানজট লেগে আছে। দাঁড়িয়ে আছে শতশত প্রাইভেটকার, ট্রাক, লেগুনা ও দূরপাল্লার বাস। গাদাগাদি করে ট্রাকেও মানুষকে চলাচল করতে দেখা গেছে। এদের মধ্যে অনেকই মানছেন না স্বাস্থ্যবিধি।

সকাল ১০টার দিকে শনিরআখড়ায় ট্রাক চালক মনির বলেন, ৯টা থেকে জ্যামে বসে আছি। জানি না কতক্ষণ থাকতে হবে। শুনেছি চিটাগাং রোড পর্যন্ত যানজট।

এদিকে, সিলেট, সুনামগঞ্জ, কুমিল্লাসহ বিভিন্ন জেলা থেকে দূরপাল্লার বাসে যাত্রীদের ঢাকায় আসতে দেখা গেছে। সকালে গণপরিবহন বন্ধের কারণে ভোগান্তিতে পড়তে হয়েছে অফিসগামী যাত্রীদের। সে সুযোগে বাড়তি ভাড়া দাবি করছেন সিএনজি চালকরাও।