দোকানিরা ম্যাজিস্ট্রেট দেখেই দৌড় দিচ্ছেন

সরকারের ৭ দিনের লকডাউন কার্যকরে নোয়াখালীর হাতিয়ায় মাঠে থাকা ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেটকে দেখে দোকান খোলা রেখেই দৌড়ে পালিয়ে যাচ্ছে দোকানিরা। এসময় স্বাস্থ্যবিধি ও লকডাউন অমান্য করায় পাঁচ দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

জাগো নিউজ থেকে জানা যায় বুধবার (৭ এপ্রিল) দুপুরে উপজেলার সাগরিয়া বাজারে আদালত পরিচালনা করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সজিব কান্তি রুদ্র।

তিনি জানান, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে বুধবার সকাল থেকে মাঠে নামেন ভ্রাম্যমাণ আদালত। এসময় উপজেলার সাগরিয়া বাজারে বিভিন্ন বস্ত্রের দোকান খোলা পাওয়া যায়।

পরে খোলা থাকা পাঁচ দোকানের মালিককে এক হাজার টাকা করে জরিমানা করা হয় বলে জানান তিনি।
ভ্রাম্যমাণ আদালতের বিচারক সজিব কান্তি রুদ্র বলেন, স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে প্রতিদিন কাজ করছি। জরিমানার পাশাপাশি মাইকিং করেও আমরা জনগণকে সচেতন করার চেষ্টা করছি।