প্রথমদিনে টিকাগ্রহীতা ৮১ হাজার

আজ (৮ এপ্রিল) সকাল ৮ টা ৩০ থেকে শুরু হয়েছে করোনাভাইরাস প্রতিরোধে টিকার দ্বিতীয় ডোজ প্রদান কার্যক্রম। রাজধানীসহ সারাদেশে বিভিন্ন কেন্দ্রে দ্বিতীয় ডোজের টিকাদান শুরু হয়েছে।প্রথম দিনে আজ দ্বিতীয় ডোজ নিয়েছেন ৮১ হাজার ৩২৩ জন। 

স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানা যায়, ঢাকা মহানগর থেকে টিকা নিয়েছেন ১৪ হাজার ৪৬৩ জন। অন্যদিকে সারা দেশে গণটিকাদান কর্মসূচি শুরুর ৫০তম দিনে আজ প্রথম ডোজ ভ্যাকসিন নিয়েছেন ১৪ হাজার ৮০৪ জন। এর মধ্যে ঢাকায় নিয়েছেন ২ হাজার ৮৬০ জন। এ পর্যন্ত দেশে মোট টিকা নিয়েছেন ৫৫ লাখ ৮৩ হাজার ৫০৭ জন। এর মধ্যে পুরুষ ৩৪ লাখ ৬২ হাজার ৫৬৯ জন এবং নারী ২১ লাখ ২০ হাজার ৯৩৬ জন। টিকা নেয়ার পর সামান্য পার্শ্বপ্রতিক্রিয়া হয়েছে মোট ৯৪১ জনের।

অন্যদিকে আজ বিকাল সাড়ে ৫টা পর্যন্ত টিকা নিতে অনলাইনে মোট নিবন্ধন করেছেন ৬৯ লাখ ৯২ হাজার ৭৯০ জন।
গত ২৭শে জানুয়ারি আনুষ্ঠানিকভাবে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে গণ টিকাদান শুরু হয় ৭ই ফেব্রুয়ারি থেকে।