বই মেলায় নেই প্রাণ, প্রকাশকরা হতাশ

বিগত বছরগুলোর তুলনায় এ বছর বই মেলার আয়োজনটা ভিন্ন। কর্তৃপক্ষ স্বাস্থ্যবিধি মেনে বই মেলার আয়োজন করলেও করোনায় সব কিছু লণ্ডভণ্ড করে দিয়েছে। বই মেলার চারপাশটা বর্তমানে থমথম পরিবেশ। এ যেন মনে হচ্ছে জনশূন্য। ফলে বই প্রকাশকরা হতাশ।

সরকার ঘোষিত লকডাউনের বিধি নিষেধের মধ্যেই চলছে বই মেলা। ২৩তম দিন আজ একুশের বইমেলার। বেলা ১২টায় মেলার দরজা খুললেও, প্রথম বেলায় পাঠক-দর্শনার্থীদের উপস্থিতি তেমন ছিল না। দুপুর গড়িয়ে বিকাল হলে লোক সমাগম বাড়তে থাকে, যদিও একে ভিড় বলা যাবে না।

প্রকাশকরা বলছেন- ‘করোনায় লকডাউনের কারণে দিশেহারা হয়ে পড়েছি। লকডাউনের কারণে বই প্রেমিরা মেলায় আসতে পারছেন না। অপর দিকে, করোনার ভয়। আজ শুক্রবার সপ্তাহের ছুটির দিন। ভাবছি লোকজন আসবে, কিন্তু পাঠক বা ক্রেতাদের কোন সাড়া পাচ্ছি না। প্রকাশকদের মতে, সব মিলিয়ে এবারের বই মেলায় ক্ষতিই হচ্ছে।


এভাবে বইমেলা হওয়ার কোনো যৌক্তিকতা খুঁজে না পেলেও, মেলা যেহেতু চলছে, সেহেতু প্রাণের টানে ছুটে এসেছেন অনেকে। বিক্রেতা, প্রকাশক, লেখক, সম্পাদকদেরও আশা, আজ ও আগামীকাল পাঠক ক্রেতার সাড়া কিছুটা হলেও মিলবে।