ডিএনসিসির মোবাইল কোর্টের মাধ্যমে চলছে স্বাস্থ্যবিধি নিশ্চিতকরণ

করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়াই চলছে। কিন্তু এখনো অনেকেই মানছে না সরকারের দেওয়া বিধিনিষেধ।

বৃহস্পতিবার ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা আবুল বাসার মুহাম্মদ তাজুল ইসলাম জানান, করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লকডাউনে সরকারের বিধিনিষেধ অপেক্ষা করায় ১৪ টি মামলায় সর্বমোট ১৩ হাজার ৯ শত টাকা জরিমানা করেছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের (ডিএনসিসি) মোবাইল কোর্ট।

তিনি আরও বলেন, ডিএনসিসির বিভিন্ন এলাকায় কোভিড-১৯ এর বিস্তার রোধকল্পে সরকার ঘোষিত লকডাউন, স্বাস্থ্যবিধিসহ চলাচলে নিষেধাজ্ঞা আরোপজনিত কর্মকাণ্ড পালন নিশ্চিত করণার্থে মোবাইল কোর্ট পরিচালনা করে।

ডিএনসিসি এলাকার অঞ্চল-৪ এর ১৪ ও ১৬ নম্বর ওয়ার্ডে সরকারের আদেশ অমান্য, মাস্ক ব্যরবহার না করা, সামাজিক দূরত্ব মেনে না চলা, হোটেল, রেস্টুরেন্ট ও দোকান খোলার দায়ে ৭ টি মামলায় ৭০০০ টাকা এবং অঞ্চল-৯ এর ৩৯ ও ৪০ নম্বর ওয়ার্ডে অপর ৭ টি মামলায় আরও ৬৯০০ টাকা জরিমানা আদায় করা হয়।