সৌদি এয়ারলাইন্সের টিকিটের দাবিতে বিক্ষোভ

রাজধানীর সোনারগাঁও হোটেলে সৌদি এয়ারলাইনসের কাউন্টারের সামনে বিক্ষোভ করছেন শতাধিক যাত্রী। এসময় সড়ক অবরোধ করেন তারা। তাঁদের বেশির ভাগই সৌদি আরবে অভিবাসী শ্রমিক হিসেবে কর্মরত।

প্রথম আলোর সূত্র মতে, সৌদিতে ফেরার জন্য তাঁরা বিভিন্ন তারিখে টিকিট কেটে রেখেছিলেন। ফ্লাইটের দিন পার হয়ে যাওয়ায় ও ভিসার মেয়াদ শেষ হয়ে আসার কারণে তাঁরা বিক্ষোভ করছেন।

আজ শনিবার (১৭ এপ্রিল) বেলা সাড়ে ১১টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত বিক্ষোভকারীরা কারওয়ান বাজার মোড় ঘেরাও করেন। এতে আশপাশের সড়কে যান চলাচল বন্ধ থাকে। তারা সৌদি এয়ারলাইনসের গেট বন্ধ পেয়ে এয়ারলাইনসের কাউন্টারের সামনে বিক্ষোভ শুরু করেন। পুলিশ বিক্ষোভকারীদের বুঝিয়ে ভেতরে নিয়ে যান।

শরীয়তপুর থেকে এসেছেন মামুন তালুকদার। তার সৌদি আরবে যাওয়ার ফ্লাইট আজ রাত দুইটার দিকে। তিনি ১২ হাজার টাকা খরচ করে ঢাকায় এসেছেন বলে জানান। তিনি বলেন, সৌদি এয়ারলাইনস কোনো মেসেজ দেয়নি। কর্মস্থলে যেতে পারব কি না সে তথ্য পাচ্ছি না। ঢাকায় থাকারও জায়গা নেই।

অভিবাসী শ্রমিক রফিকুল ব্যাপারী মাদারীপুর থেকে এসেছেন। তারও আজ রাত দুইটার ফ্লাইটে সৌদি আরবে যাওয়ার কথা। তিনি বললেন, ‘ট্রাভেল এজেন্সি আমাদের সৌদি এয়ারলাইনসে খোঁজ নিতে বলেছে। এখানে এসে আমরা কোনো তথ্য পাইনি। ভিসার মেয়াদ আছে দুই দিন। যেতে না পারলে দায়ভার সরকার নেবে?

মামুন তালুকদার ও রফিকুল ব্যাপারী এসব তথ্য প্রথম আলোকে জানান।