৮৮ হাজার টাকা জরিমানা ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানের

লকডাউনের মধ্যে অনেকেই মানছে না বিধি নিষেধ। রাজধানীর বিভিন্ন এলাকায় দেখা যাচ্ছে অনুমোদনবিহীন দোকানপাট।

সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে সরকারি বিধিনিষেধ অমান্য এবং মশার লার্ভা পাওয়ার দায়ে ১৪ ব্যক্তি-প্রতিষ্ঠানকে ৮৮ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত।

ডিএসসিসি জানায়, অভিযানকালে সরকারি বিধিনিষেধ অমান্য করা, স্বাস্থ্যবিধি ভঙ্গ করা, অনুমোদনবিহীন দোকানপাট খোলা রাখা এবং মশার লার্ভা পাওয়ায় ১৪টি মামলা করা হয়। এসব মামলায় মোট ৮৮ হাজার টাকা জরিমানা আদায় হয়।