শ্রমিকদের বেতন-বোনাস ২০ রোজার মধ্যে পরিশোধ করুন: বাসদ

২০ রোজার মধ্যে পোশাক শ্রমিকসহ সব শিল্প কারখানার শ্রমিক-কর্মচারীর বেতন-বোনাস পরিশোধের দাবি জানিয়েছে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ)। আজ শুক্রবার (২৩ এপ্রিল) গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে একই বিবৃতিতে এই দাবি জানানো হয়েছে।

বাসদের সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়েছে, চাল, ডালসহ নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম ক্রমাগত বেড়ে চলছে। রজমানে অসাধু ব্যবসায়ীরা সিন্ডিকেট করে দাম বাড়াচ্ছে। এতে নিম্ন আয়ের মানুষসহ শ্রমজীবীদের জীবনে নাভিশ্বাস উঠেছে।

এতে আরও বলা হয়েছে, করোনা সংক্রমণের ভয়াবহ সংকটের মধ্যে একদিকে সরকার লকডাউন ঘোষণা করেছে, অন্যদিকে গার্মেন্টসসহ কারখানা চালু রেখেছে। সরকার বলেছিল কারখানা প্রতিষ্ঠান মালিকেরা শ্রমিকদের জন্য নিজস্ব পরিবহন ব্যবস্থা করবে। কিন্তু বাস্তবে তা অধিকাংশ মালিক করেনি। এতে শ্রমিকদের পরিবহন ব্যয় অসহনীয় মাত্রায় বেড়ে গেছে। কারখানা মালিক পরিবহন ব্যবস্থা করলো কি না, তার মনিটরিং করারও কোনো ব্যবস্থা সরকার করেনি। কেবল ঘোষণা দিয়েই দায়িত্ব শেষ করেছে।