ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সচেতনতামূলক প্রচার

৩০ এপ্রিল ২০২১, শুক্রবার বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে আজ ঢাকাসহ সারাদেশে ৭১টি মনিটরিং টিম কর্তৃক ভোক্তাস্বার্থ বিরোধী বিভিন্ন অপরাধে ১৪২টি ব্যবসা প্রতিষ্ঠানকে মোট ৩,৭০,০০০/- জরিমানা আরোপ ও আদায় করা হয়।

বিশেষ সেবা সপ্তাহ (৩০ এপ্রিল -০৬ মে ২০২১) উপলক্ষ্যে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর কর্তৃক দেশব্যাপী বিভিন্ন কর্মসূচি গ্রহণ করেছে। এসকল কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকাসহ জেলা ও উপজেলা পর্যায়ে বিশেষ বাজার তদারকি এবং সচেতনতামূলক প্রচার কার্যক্রম পরিচালিত হয়। উক্ত বাজার মনিটরিং এবং প্রচার কার্যক্রমে উপস্থিত থেকে সার্বিক বিষয়ে দিকনির্দেশনা প্রদান করেন অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন অধিদপ্তরের পরিচালক জনাব শামীম আল মামুনসহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

রাজধানীর কাওরান বাজার, নিউমার্কেট ও হাতিরপুল বাজারে মনিটরিংকালে অধিদপ্তরের মহাপরিচালক নিত্যপণ্যসহ বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান পরিদর্শন করে ব্যবসায়ীদের করণীয় বিষয়ে বিভিন্ন নির্দেশনা প্রদান করেন এবং ভোক্তা -ব্যবসায়ীদের করণীয় সম্পর্কিত লিফলেট প্রদান করেন। এসময় তিনি নিউমার্কেট এলাকার বনলতা কাঁচাবাজারে শতভাগ মূল্যতালিকা প্রদর্শন নিশ্চিত করায় বাজারের ব্যবসায়ীদের ধন্যবাদ জানান।

বিশেষ সেবা সপ্তাহ উপলক্ষে ভোক্তা-ব্যবসায়ীদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য ঢাকা মহানগরীর বিভিন্ন বাজারে ট্রাক-শো এর মাধ্যমে প্রচারনা পরিচালিত হয়। বিভিন্ন বাজার, শপিংমল, সুপারশপে ভোক্তা-ব্যবসায়ীদের করণীয় সম্পর্কিত ব্যানার টানানো হয়। বাজারে স্বাস্থ্যবিধি পরিপালনের জন্য অধিদপ্তরের পক্ষ থেকে ভোক্তা-ব্যবসায়ীদের মধ্যে মাস্ক বিতরণ করা হয়।

আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য, স্বাস্থ্য বিভাগ, কৃষি বিভাগ, মৎস্য বিভাগ, ক্যাবসহ সংশ্লিষ্ট শিল্প ও বণিক সমিতির প্রতিনিধিবৃন্দ অধিদপ্তর পরিচালিত বাজার অভিযানে সহযোগিতা প্রদান করেন।

বাজার তদারকিকালে ভোক্তা অধিকার বিষয়ে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ভোক্তা ও ব্যবসায়ীবৃন্দের মধ্যে লিফলেট, প্যাম্পলেট বিতরণ এবং করোনাকালে মাস্ক পরিধানসহ স্বাস্থ্যবিধি পরিপালনের জন্য হ্যান্ডমাইকে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় পরামর্শ দেয়া হয়।

এছাড়াও জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনার মাধ্যমে ভোক্তা অধিকার নিশ্চিতকরণসহ স্থিতিশীল বাজার ব্যবস্থা গড়ে তোলার লক্ষ্যে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করছেন।

এ বিষয়ে অধিদপ্তরের মহাপরিচালক জনাব বাবলু কুমার সাহা ব্যবসায়ীদের পণ্য ক্রয়ের রসিদ সংরক্ষণ, মূল্যতালিকা হালনাগাদপূর্বক প্রদর্শন এবং বিভিন্ন পর্যায়ের ব্যবসায়ীদের নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা কার্যক্রম পরিচালনার জন্য অহবান জানান।একই সাথে বাজারে সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি পরিপালনের জন্য ভোক্তা-ব্যবসায়ীদের অনুরোধ করেন তিনি।

জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এর ফেসবুক পেজ থেকে নেওয়া।