সিরাজগঞ্জে বিপুল পরিমান পচা খেজুর ও কমলা জব্দ

বৃহস্পতিবার (২ মে) সকাল ১০টায়, সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা থানার হাটিকুমরুল গোলচত্বর এলাকায় ভ্রাম্যমাণ আদালতের অভিযানে স্থানীয় মুন ট্রেডার্স থেকে মেয়াদোত্তীর্ণ ১০০ মণ খেজুর এবং ভাই ভাই ফল ভান্ডার থেকে আট মণ পচা কমলা জব্দ করেন।

উল্লাপাড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মাহবুব হাসান ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এ সময় জব্দকৃত মেয়াদোত্তীর্ণ খেজুর ও পচা কমলা ধ্বংস করা হয়। মেয়াদোত্তীর্ণ খেজুর সরবরাহের দায়ে মুন ট্রেডার্সের মালিক জুলফিকার আনামকে ৩০ হাজার টাকা এবং পচা কমলা সরবরাহের দায়ে ভাই ভাই ফল ভান্ডারের মালিক আবদুল লতিফকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহবুব হাসান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা থেকে আসা মেয়াদোত্তীর্ণ খেজুর ও নাটোর থেকে আসা পচা কমলা রাখা আছে, এমন তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালায়। আসন্ন রোজায় উল্লাপাড়ায় কোনো চক্র যেন ভেজাল খাদ্যদ্রব্য সরবরাহ করতে না পারে, সে জন্য নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হবে জানানো হয়েছে।