মহাসড়কে চাঁদাবাজি করলে কঠোর ব্যবস্থার হুঁশিয়ারি

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে পুলিশের দ্বারা কোন চাঁদাবাজির ঘটনা ঘটলে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন হাইওয়ে পুলিশ গাজীপুরের রিজিয়নের পুলিশ সুপার আলী আহাম্মদ খান।

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় গতকাল রাতে এসে এমন হুঁশিয়ারি দেন তিনি।

পুলিশ সুপার আলী আহাম্মদ খান এসময় বলেন, পুলিশ যাতে পেশাদার হিসেবে কাজ করেন সেই লক্ষ্যে চন্দ্রা এলাকায় ১৫০ জন পুলিশ সদস্য একজন এডিশনাল এসপি একজন এএসপি ও সালনা হাইওয়ে থানার ওসিসহ ৩ কলাই কাজ করে যাচ্ছে। 

সম্প্রতি বিভিন্ন স্থানে চাঁদাবাজির অভিযোগের ভিত্তিতে কঠোর হুঁশিয়ারি দিয়ে এসব কথা বলেন তিনি। এসময় আরো উপস্থিত ছিলেন এএসপি ও এডিশনাল এসপি সহ সালনা হাইওয়ে থানার বিভিন্ন পুলিশ কর্মকর্তারা।

ভোক্তাকণ্ঠ/এনএইচ

Leave a Comment