৮ তারিখের পাউরুটি ৭ তারিখেই পাওয়া যাচ্ছে!

ভোক্তা অভিযোগ কেন্দ্র প্রতিবেদকঃ ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর রাজবাড়ী কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম, গতকাল ৭ই মে মঙ্গলবার বিকেলে জেলার খানখানাপুর বাজার এলাকায় এক অভিযান পরিচালনা করেন। এ সময় অভাবনীয় প্রতারণার ঘটনা জনসম্মুখে উন্মোচিত হয়। জানা যায়, খানখানাপুর বাজারের এক ডিপো থেকে জেলার বিভিন্ন স্থানে পাউরুটি বাজারজাত করা হয়ে আসছিল।

জেলা স্যানিটারি ইন্সপেক্টর ও নিরাপদ খাদ্য পরিদর্শক সূর্য কুমার প্রামাণিকের উপস্থিতিতে এসময় পূর্বে উৎপাদিত পাউরুটির মোড়কে অগ্রিম ৮ই মে ২০১৯ লেখা পাওয়া যায়! অর্থাৎ, ৮ই মে ২০১৯ তারিখের রুটি উৎপাদিত হয়েছে ৭ই মে ২০১৯ তারিখেই! এমন অবিশ্বাস্য ঘৃণ্য ভোক্তা জালিয়াতির ঘটনায় প্রতিষ্ঠানটিকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৪৩, ৪৪ ও ৪৫ ধারায় তিন লাখ টাকা জরিমানা করা হয়। একই প্রতিষ্ঠানের কেকে যথাযথ উৎপাদন তারিখ না পাওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৭ ধারায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।