প্রকৃত কৃষকদের ঋণ নিশ্চিতের আহ্বান

কৃষি যান্ত্রিকীকরণে অর্থায়ন বা ঋণ বিতরণে আগামী বাজেটে সমন্বিত নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন কৃষি অর্থনীতিবিদরা।

প্রকৃত কৃষকরা যেন ঋণ পান সেটি নিশ্চিত করারও আহ্বান জানান তারা।রাজধানীর পল্টনে শুক্রবার (২৮ মে) ইআরএফ মিলনায়তনে বাজেটে কৃষি খাত নিয়ে বাংলাদেশ অ্যাগ্রিকালচার টিচার্স সোসাইটি আয়োজিত সেমিনারে এ কথা বলেন অর্থনীতিবিদরা।

এনজিওর মাধ্যমে ঋণ বিতরণে সুদের হার বেশি পড়ায় ব্যাংকগুলোকে সরাসরি কৃষককে ঋণ বিতরণের পরামর্শ দিয়েছেন কৃষি খাত বিশ্লেকরা।কৃষি যন্ত্রের কার্যকর ব্যবহার ও চুরি বন্ধে বিমা ও ট্র্যাকিং ডিভাইস লাগানোরও পরামর্শ তাদের।সেমিনারে কৃষি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হাসানুজ্জামান কল্লোল বলেন, কৃষককে কিস্তিতে কম সুদে ঋণ দেওয়ার উদ্যোগ নিচ্ছে সরকার। এলাকাভিত্তিক চাহিদা অনুযায়ী কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হচ্ছে। যন্ত্রগুলো নষ্ট হলে মেরামতের জন্য ৩শ’ উপজেলায় মেকানিক নিয়োগ ও প্রশিক্ষণ কেন্দ্র স্থাপন করা হবে বলেও জানান তিনি।