আজ নয়, আগামীকাল রাতে আসবে ফাইজারের টিকা

ফাইজারের টিকা আজ রোববার (৩০ মে) রাতে আসার কথা থাকলেও তা আসবে আগামীকাল সোমবার (৩১ মে) রাতে। স্বাস্থ্য অধিদফতরের ভ্যাকসিন ডেপ্লয়মেন্ট কমিটির সদস্য-সচিব ডা. শামসুল হক এ কথা জানিয়েছেন।

তিনি বলেন, ‘আগামীকাল রাত ১১টা ২০ মিনিটে এসে টিকা পৌঁছাবে বলে আশা করছি।’

আজ রাতে ফাইজারের টিকা পৌঁছানোর বিভ্রাট সম্পর্কে তিনি বলেন, ‘আমরা জানতাম আজ রাতেই যুক্তরাষ্ট্রের কোম্পানি ফাইজার ও জার্মান জৈবপ্রযুক্তি কোম্পানি বায়োএনটেকের তৈরি করোনাভাইরাস প্রতিষেধক টিকার প্রথম চালান আসছে। কিন্তু পরে কার্গোর কনফারমেশনের তথ্য নিতে গিয়ে দেখি আজ রাতে নয় আগামীকাল রাতে এসে পৌঁছাবে।’

জানা গেছে, আগামীকাল সোমবার রাত সাড়ে এগারোটায় বিশেষ ফ্লাইটে এ টিকা দেশে আসবে। এ দফায় ১ লাখ ৬২০ ডোজ ফাইজারের টিকা পাচ্ছে বাংলাদেশ।