১৩ জুন শিক্ষাপ্রতিষ্ঠান খোলার ব্যাপারে রয়েছে সংশয়

করোনা সংক্রমণের ​পরিস্থিতি বুঝে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার সিদ্ধান্ত নেয়া হবে বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। শিক্ষার্থীরা স্কুলে আসলে সংক্রমণ বেড়ে যেতে পারে বলে মন্তব্য করেছেন তিনি।

আজ রোববার (৩০ মে) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

গত ​বুধবার (২৬ মে) শিক্ষামন্ত্রী দীপু মনি করোনা সংক্রমণের কারণে আগামী ১২ জুন পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটি বাড়ানোর ঘোষণা দেন। তিনি বলেন, ‘পরিস্থিতি অনুকূলে থাকলে ১৩ জুন খোলা হবে শিক্ষাপ্রতিষ্ঠান।’

তবে গত শনিবার (২৯ মে) জাতীয় প্রেসক্লাবে এক অনুষ্ঠানে তিনি বলেন, ‘আমরা যে তারিখই নির্দিষ্ট করি না কেন, সেই সময়ের আগে করোনা পরিস্থিতি অনুকূলে না এলে মানুষের স্বাস্থ্য নিয়ে ঝুঁকি নেব না।’

স্কুল-কলেজ খোলার বিষয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী বলেন, ‘স্কুল-কলেজ, অফিস-আদালত বন্ধ রেখেছি। তাতে মানুষের চলাচলের প্রয়োজনীয়তা বা বাধ্যবাধকতা নেই। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে করোনা সংক্রমণের হার ৫ শতাংশের মধ্যে থাকাটা স্বস্তিদায়ক।’

সংক্রমণের বতর্মান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান খোলাটাও পিছিয়ে যেতে পারে কিনা এমন প্রশ্নের জবাবে ফরহাদ হোসেন বলেন, ‘শিক্ষামন্ত্রী তেমন ইঙ্গিত দিয়েছেন। সেটি তাদের বিষয়। উনি বলেছেন, এটা নিয়ন্ত্রণের পর্যায়ে না আসা পর্যন্ত খুলবে না।’

Related posts:

বিক্রির সারিতে `এক বছর’ আগের মেয়াদোত্তীর্ণ জ্বরের সিরাপ
বিশ্বে সাড়ে ৮ হাজারের বেশি মৃত্যু, ক্ষতিগ্রস্ত দেশ যুক্তরাষ্ট্র
বাজেট ঘাটতি পূরণে বৈদেশিক উৎস অর্থায়নের উদ্যোগ নেওয়ার অনুরোধ এফবিসিসিআইয়ের
যথাসময়ে নিউইয়র্ক রুটেও বিমানের ফ্লাইট চালু হবে: বিমান প্রতিমন্ত্রী
ডিলিট হওয়া পোস্ট ফিরে পাবেন ফেসবুকে
সেবা নিতে এসে যেন হয়রানি শিকার না হয়, ডিসিদের উদ্দেশে প্রধানমন্ত্রী
এইচএসসি পরীক্ষা শুরু
শিক্ষার্থীদের হাফ ভাড়ার দাবি নিয়ে যা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী
সারের দাম বৃদ্ধিতে দীর্ঘায়িত হতে পারে বৈশ্বিক খাদ্য সংকট: এফএও
এসএসসির কেন্দ্রের ২০০ গজের মধ্যে জনসাধারণ প্রবেশে নিষেধাজ্ঞা