ওজনে কারচুপি,নেই মূল্য তালিকা

চট্টগ্রাম মহানগরীর বায়েজীদ থানা সংলগ্ন দকানগুলতে চালানো হয় অভিযান। অভিযানে ভেসে উঠে ভোক্তাদের সাথে প্রতারণা করা কতগুলো অসাধু ব্যবসায়ীদের চেহারা।

২০০৯ ভোক্তা আইন কর্তৃক অনুযায়ী মূল্যের তালিকা প্রদর্শন না করে পণ্য বিক্রি করা এবং নির্ধারিত মূল্য নিয়ে ওজনে কম দেয়া আইননত অপরাধ। যা ৩৮ ও ৪৭ নং ধারা অনুযায়ী অর্থদন্ড ও কারাদন্ড পাওয়ার যোগ্য।

এই রকম নজির দেখা গেলো,চট্টগ্রাম-ভোক্তা অধিদপ্তর কার্যালয়ের সহকারী পরিচালক মোঃ হাসানুজ্জামান।তিনি ঐখানের নুরুল আলমের মাংসের দোকান ও বায়েজিদ পোলট্রি ফার্মকে ৪৭ ও ৩৮ ধারানুযায়ি যথাক্রমে ৫০০০ ও ২০০০ করে মোট ৭০০০ টাকা অর্থদন্ড প্রদান করেন।