ভোক্তাকণ্ঠ ডেস্ক: রমজানের প্রথম সপ্তাহে সবজির দাম কিছুটা বাড়লেও এখন অনেকটা নমনীয়। তবে ৪০ টাকা কেজি প্রতি দিয়ে সবজির বাজার শুরু করতে হবে ক্রেতাদের। সবজির পাশাপাশি ডিমের দামও সামান্য কমেছে। ব্রয়লার কেজি প্রতি ২২০ টাকা ও গরুর মাংস ৭৫০ টাকা বিক্রি হচ্ছে।
অন্যদিকে ব্রয়লার মুরগির ডিমের হালি ৪০ টাকা যা গত সপ্তাহের থেকে দাম কিছুটা কমেছে। আর দেশি মুরগির ডিমের হালি ৮০ টাকা, হাসের ডিম ৬০ টাকা হালিতে বিক্রি হচ্ছে।
শনিবার (১ মার্চ) রাজধানীর বিভিন্ন বাজার থেকে এ তথ্য পাওয়া গেছে।
টমেটো, শিম, লাউ, কাঁচা-পাকা মিষ্টি কুমড়া, বেগুন, মুলা, লাল শাক, পালং শাক, লাউ শাক সবকিছুই বাজারে ভরপুর। এ বাজারে টমেটো প্রতি কেজি ৪০ টাকা, লেবু রয়েছে তিন ধরনের প্রতি হালি ৩০, ৪০ ও ৫০ টাকা দামে বিক্রি হচ্ছে। কাঁচা কলা ৩০ টাকা হালি, বেগুন প্রতি কেজি ৫০-৬০ টাকা, করলা প্রতি কেজি ১০০ টাকা, কাঁচামরিচ প্রতি কেজি ১০০ টাকা, শসা প্রতি কেজি ৫০-৬০ টাকা, ঢেঁড়স প্রতি কেজি ৮০ টাকা, লাউ প্রতি পিস ৮০-১০০ টাকা, বরবটি প্রতি কেজি ৮০ টাকা, আম (কাঁচা) ১২০, গাজর ৫০ টাকা, পটল ৮০ টাকা, পেঁপে ৩০-৪০ টাকা ও সাজনা প্রতি কেজি ৮০-১০০ টাকায় বিক্রি হচ্ছে। একই চিত্র রাজধানীর সব বাজারেই। প্রতিটি বাজারেই ৫ টাকা কম বেশি রয়েছে।
এছাড়া প্রতি কেজি ব্রয়লার ২২৫টাকা, লেয়ার প্রতি কেজি ৩৩০ টাকা, কক প্রতি কেজি ২৯০টাকা দামে বিক্রি হচ্ছে। এছাড়া প্রতি কেজি গরুর গোশত ৭৫০টাকা দামে বিক্রি হতে দেখা যায়। গত সপ্তাহের তুলনায় ৫০টাকা প্রতি কেজিতে গোশতের দাম কমছে বলে জানান বিক্রেতারা।
এদিকে মাছের দাম কমেছে বলে মনে করছেন বিক্রেতারা। তাদের ভাষ্যমতে, গত সপ্তাহে প্রতি কেজি রুই ২৮০ থেকে ৩০০ টাকা বিক্রি করলেও আজকে তা ২৫০ টাকা বিক্রি করছেন। কাতল প্রতি কেজি ২৮০ টাকা, পাবদা ৩০০ থেকে ৫০০ টাকা, টেংরা ৬০০ টাকা, শিং ৪০০ টাকা, চিংড়ি ৬০০ থেকে ১২০০ টাকা, পোয়া প্রতি কেজি ৩০০-৫০০ টাকা আর ইলিশ প্রতি কেজি ১১০০ থেকে ১৬০০ টাকা বিক্রি হচ্ছে। মাছের দাম সাইজের ওপর নির্ভর করে বেশি কম হচ্ছে বলে জানান বিক্রেতারা।