এক কক্ষেই উৎপাদন ১০ কোম্পানির নারিকেল তেল!

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাগেরহাটে ফুলঝুড়ি এন্টারপ্রাইজ নামের একটি নারকেল তেলের কারখানার মালিক মো. নুরুল ইসলামকে ৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) দুপুরে এই কারখানায় একই তেলে একাধিক কোম্পানির লেবেল লাগানোর অপরাধে জরিমানা করা হয়। এসময় বাগেরহাট বিসিক শিল্প নগরীতে অবস্থিত কারখানাটি থেকে অন্তত দশটি নারিকেল তেল কোম্পানির লেবেল জব্দ করা হয়। পরে লেবেলগুলো পুড়িয়ে ধ্বংস তরা হয়।

এসময় কৃষি বিপণন অধিদপ্তরের বাজার পরিদর্শক এস এম হান্নানসহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, বাগেরহাটের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি বিসিকের এক ব্যবসায়ী একই তেল আলাদা আলাদাভাবে বোতলজাত করে বাজারে বিক্রি করছে। ঘটনার সত্যতা পাওয়ায় তাকে ৫ হাজার টাকা জরিমানা এবং কঠোরভাবে সতর্ক করা হয়েছে।