গুঁড়া মসলায় ক্ষতিকর রং ব্যবহার করায় জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: শরীয়তপুরে গুঁড়া মসলায় ক্ষতিকর রং ব্যবহার করায় এক মিল মালিককে ৫২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার বিকেলে শরীয়তপুর বিসিক শিল্প নগরীতে অভিযান পরিচালনা করেন জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সুজন কাজী।

তিনি জানান, অভিযানে মেসার্স চৌকিদার রাইস অ্যান্ড অয়েল মিলে ২২০ কেজি নিম্নমানের মরিচ, ৩০ কেজি মরিচের গুঁড়া ও দুই কেজি গুঁড়া রং জব্দ করা হয়। পরে নিম্নমানের উপকরণ ব্যবহার ও ক্ষতিকর রং ব্যবহার করায় প্রতিষ্ঠানটিকে ৫২ হাজার টাকা জরিমানা করা হয়। জব্দ করা মালামাল ধ্বংস করা হয়েছে। খাদ্যে ভেজাল প্রতিরোধে জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এ ময় জেলা ক্যাব সভাপতি বিল্লাল হোসেন খান, স্যানিটারি ইন্সপেক্টর আবুল হোসেন ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত ছিলেন।