টেকনিশিয়ান ছাড়াই চলছে মেয়াদবিহীন উৎপাদন

মোঃ আহসান উল হক তুহিন: রংপুরের মীরগঞ্জ ও দেওয়ানটুলী এলাকায় অবস্থিত প্রাইড ফিডস এবং জমজম ফিড মিলে তদারকি অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

বুধবার সকালে অভিযান পরিচালনা বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আজাহারুল ইসলাম (সিনিয়র সহকারী সচিব)।

তাকে সহায়তা করেন সহকারী পরিচালক মো. বোরহান উদ্দিন।

অভিযানে প্রাইড ফিডসে গিয়ে দেখা যায়, ওই প্রতিষ্ঠানটি বিএসটিআই’র সিল নকল করে নিজেরাই লাচ্ছা সেমাইয়ের প্যাকেটে সিল দিয়ে বাজারজাত করে আসছে। নিম্নমানের লাল রং লাচ্ছা সেমাই ও বুন্দিয়াতে ব্যবহার করে আসছিল। এছাড়াও সেখানে সীমাহীন নোংরা পরিবেশে খাদ্য প্রস্তুত করা হচ্ছিল। এ সময় র‍্যাব-১৩ এর উপস্থিতিতে এক পিকআপ লাচ্ছা সেমাই জব্দ করে ভোক্তা-অধিকার আইনের ৪৩ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

এদিকে, জমজম ফিড মিলে ল্যাব টেকনিশিয়ান ছাড়াই উৎপাদিত হচ্ছিলো পশু খাদ্য এবং তাতে দেয়া হচ্ছে না কোন মেয়াদ ও খুচরা মূল্য। এ রকম নানা অপরাধে অভিযুক্ত প্রতিষ্ঠানটিকে ভোক্তা-অধিকার আইনের ৩৭ ধারায় ৩০ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে সহায়তা করে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) জেলা শাখা, বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ ও র‍্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব- ১৩)।