রঙ দিয়ে বাসি গরুর মাংস বিক্রি করায় জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: বাগেরহাটে কৃত্রিম রঙ মিশিয়ে বাসি গরুর মাংস বিক্রির অপরাধে বরকত উল্লাহ নামে এক ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার দুপুরে বাগেরহাট কাঁচা বাজার সংলগ্ন শহর রক্ষা বাঁধ এলাকায় অভিযান পরিচালনা করেন অধিদপ্তরের জেলা কার্যালয়ের উপ-পরিচালক মো. আব্দুল্লাহ ইমরান।

তিনি বলেন, দুই থেকে তিন দিন আগের বাসি গরুর মাংস তাজা দেখাতে কৃত্রিম রঙ মিশিয়ে বিক্রি করেছিলেন বরকত উল্লাহ। গোপন সংবাদের ভিত্তিতে ওই মাংসের দোকানে অভিযান চালানো হয়। এ সময় ওই দোকানে রঙের প্যাকেট ও কয়েকদিন আগের বাসি মাংস পাওয়া যায়। এ ঘটনায় বরকত উল্লাহ নামে ওই মাংস ব্যবসায়ীকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।

কিছু কিছু দোকানে গরুর মাংসের সঙ্গে মহিষের মাংস মিশিয়ে বিক্রি করার অভিযোগ রয়েছে। সেসব দোকানেও অভিযান চালানোর কথা বলেন অধিদপ্তরের এই কর্মকর্তা।