ব্রাহ্মণবাড়িয়ায় হাসপাতালকে লাখ টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: নানা অনিয়মের কারণে ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালকে এক লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে শহরের মৌলভীপাড়ায় নিউ শমরিতা হাসপাতালে অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের সহকারী কমিশনার (নেজারত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. শরীফ নেওয়াজ।

জানা যায়, অনিবন্ধিত ও মানহীন ক্লিনিক ও হাসপাতালের বিরুদ্ধে অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার বিকেলে শমরিতা হাসপাতালে অভিযান চালান ভ্রাম্যমাণ আদালত। এ সময় হাসপাতালে অপারেশন থিয়েটারে কিছু ব্যবহৃত যন্ত্রপাতি ও ওষুধ পাওয়া যায় যেগুলো একবার ব্যবহারের পর ফেলে দেওয়ার কথা। কিন্তু ওই হাসপাতালে একই যন্ত্রপাতি দু’বার ব্যবহার এবং এক রোগীর কেনা ওষুধ আরেক রোগীর ব্যবহারের জন্য রাখা ও পরীক্ষা-নিরীক্ষায় বেশি দাম রাখার সত্যতা মেলে। এর দায়ে ভোক্তা-অধিকার আইন অনুসারে ওই হাসপাতাল কর্তৃপক্ষকে এক লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাদের সতর্কও করা হয়েছে।

এ সময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা শামীমা সুলতানা উপস্থিত ছিলেন।