চট্টগ্রামে বেকারিকে ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: চট্টগ্রামের আনোয়ারায় বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস নামে এক বেকারি প্রতিষ্ঠানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার বিকেলে আনোয়ারা উপজেলার বটতলী ইউনিয়নের কালা গাজীপাড়া এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন আনোয়ারা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইশতিয়াক ইমন।

সে সময় ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে তৈরিকৃত ১০০ কেজি কেক, রুটি ও বিস্কুট জব্দ করা হয়।

ইউএনও ইশতিয়াক ইমন বলেন, বিসমিল্লাহ ফুড প্রোডাক্টস নামের প্রতিষ্ঠানে অনুমোদনহীন ক্ষতিকর কেমিক্যাল মিশিয়ে বিস্কুট তৈরি করে বাজারজাত করা হচ্ছিল। সে সময় বেকারির ম্যানেজার মো. এরশাদকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে জব্দকৃত বেকারিপণ্যগুলো স্থানীয় মৎস চাষিদের মাঝে বিতরণ করা হয়। এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

অভিযানে উপস্থিত ছিলেন বিএসটিআই কর্মকর্তা ফারহানা জাহান পারুল এবং প্রকৌশলী জিল্লুর রহমান।