রাঙামাটিতে নান্না মিয়া বিরিয়ানিকে ৫০ হাজার টাকা জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: রাঙামাটিতে মুরগি রান্নায় টেক্সটাইলের রং মিশ্রণ করায় নান্না মিয়া বিরিয়ানি হাউজকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার জেলা শহরের বনরূপা এলাকায় অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেট দ্বীন আল জান্নাত।

তিনি বলেন, হাজী নান্না মিয়া বিরিয়ানি হাউজের কিচেনে মুরগির মাংস রান্নায় টেক্সটাইলের রং মিশ্রণ করায় ভোক্তা-অধিকার সংরক্ষণ আইনের ২০০৯ এর ৫৩ ধারায় হোটেল মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি করলে জেলসহ ব্যবসাপ্রতিষ্ঠান সিলগালা করা হবে বলে তাকে সতর্ক করা হয়।

এ সময় জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তা এবং পুলিশ সদস্যরা অভিযানে অংশ নেন।