নন্দীগ্রামে ট্রেড লাইসেন্স না থাকায় দোকানিকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ট্রেড লাইসেন্স না থাকায় বগুড়ার নন্দীগ্রামে এক দোকানিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার বিকেলে নন্দীগ্রাম পৌর শহরসহ উপজেলার বিভিন্ন বাজারে অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হুমায়ুন কবির।

জানা যায়, অভিযানকালে বিভিন্ন বাজারে ইফতারের দোকানসমূহে স্বাস্থ্যকর পরিবেশে খাবার তৈরির বিষয়ে খোঁজখবর নেওয়া হয়। এছাড়া খাবার স্বাস্থ্যসম্মত মোড়কে ও মানসম্মত প্রক্রিয়ায় খাবার বিক্রয় করা হচ্ছে কি না এসব বিষয়ে তদারকি করা হয়।

ইউএনও হুমায়ুন কবির বলেন, আজকের অভিযানে উপজেলার সিমলা বাজারের মোশারফ হোসেনের চানাচুরের দোকানে ট্রেড লাইন্সেস না থাকায় পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়। জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।

এ সময় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজমগীর হোসাইন, উপজেলা খাদ্য কর্মকর্তা শারমিন আখতার প্রমুখ উপস্থিত ছিলেন।