রাজশাহীতে ক্যাবের মানববন্ধন অনুষ্ঠিত

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে রাখতে ভোক্তা বিষয়ক মন্ত্রণালয় গঠন করার দাবি জানিয়েছে কনজুমারস এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) রাজশাহী জেলা শাখা। মঙ্গলবার বেলা ১১টার দিকে রাজশাহী নগরীর সাহেব বাজার জিরো পয়েন্টে আয়োজিত মানববন্ধনে সংগঠনটি এ দাবি জানায়।

এতে সভাপতিত্ব করেন রাজশাহী ক্যাবের উপদেষ্টা সিনিয়র সাংবাদিক অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান খান আলম।

বক্তব্য রাখেন ভাষাসৈনিকপুত্র ও রাজশাহী প্রেস ক্লাব সভাপতি সাইদুর রহমান, দৈনিক সোনালী সংবাদের সম্পাদক সম্পাদক লিয়াকত আলী, রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক জামাত খান, রাজশাহী ভাবনার সভাপতি হাবিবুর রহমান হাবিব, সেফ দা ন্যাচারের চেয়ারম্যান মিজানুর রহমান, দিনের আলো হিজরা সংগঠনের সভাপতি মোহনা, প্রচার সম্পাদক সন্জু আহমেদ, জয়িতা ক্যাবের সদস্য রহিমা বেগম, কবি অনিরুদ্ধ, পবা ক্যাবের সভাপতি সাংবাদিক নাজমুল হক প্রমুখ।

মানববন্ধনে ভোক্তাদের স্বপক্ষে দাবি-দাওয়া উত্থাপন করে লিখিত বক্তব্য পাঠ করেন রাজশাহী ক্যাবের সাধারণ সম্পাদক মো. গোলাম মোস্তফা মামুন।

তিনি বলেন, বর্তমানে নিত্যপ্রয়োজনীয় প্রায় সকল পণ্যের দাম ঊর্ধ্বমুখী। এর ফলে সব ধরনের ভোক্তারা বিশেষ করে নিম্ন ও নিম্ন-মধ্যবিত্ত আয়ের ভোক্তারা এক কঠিন সময় অতিবাহিত করছে। ভোক্তাদের নাভিশ্বাস দিন দিন বাড়ছে। একদিকে সরকার বলছে দেশে বেশ কিছু নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্যের যথেষ্ট মজুদ আছে, দাম বৃদ্ধি পাওয়ার কোনো যৌক্তিকতা নেই; অন্যদিকে পণ্যের দাম বৃদ্ধির কারণ হিসেবে কোভিড-১৯ মহামারি, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, এলসি সংকট, আন্তর্জাতিক বাজারে পণ্যের মূল্যবৃদ্ধি ইত্যাদি কথা অসাধু ব্যবসায়ী বার বার বলে আসছেন। আর এর আড়ালে বাজার কারসাজি বা সিন্ডিকেট তৈরি করে পণ্যের দাম অসাধু ব্যবসায়ীরা বৃদ্ধি করছেন।

গোলাম মোস্তফা বলেন, ওষুধসহ নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণ করতে হবে। অবৈধ বাজার সিন্ডিকেট ভাঙতে হবে। ভোক্তাদের স্বার্থ সংরক্ষণের জন্য পৃথক একটি ‘ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করতে হবে। ‘ভোক্তা শ্রেণি’ দেশের সর্ববৃহৎ অর্থনৈতিক গোষ্ঠী। প্রতিবেশী দেশ ভারত ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ ও কল্যাণে ১৯৯৭ সালে একটি স্বতন্ত্র ‘ভোক্তা বিষয়ক মন্ত্রণালয়’ গঠন করেছে। একজন মন্ত্রী এবং একজন প্রতিমন্ত্রী বর্তমানে দু’টি বিভাগ নিয়ে গঠিত এ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন।