রাজশাহীতে বেশি দামে ডাব বিক্রি, ৪ ব্যবসায়ীকে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: ডেঙ্গুর অজুহাতে রাজশাহীতে প্রতি পিস ডাব সর্বনিম্ন ১০০ ও সর্বোচ্চ ১৮০ টাকা দরে বিক্রি হচ্ছে। তবে প্রশাসন মাঠে নামার পরে সেই ডাব বিক্রি হয়েছে ১০০ থেকে ১৩০ টাকায়।

রোববার দুপুরে রাজশাহীর লক্ষ্মীপুর ও রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের সামনে খুচরা দোকানগুলোতে অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অভিযানে নেতৃত্ব দেন ভোক্তা অধিদপ্তর কার্যালয়ের বিভাগীয় সহকারী পরিচালক মোহাম্মদ সেলিম।

অভিযানে ডাবের দাম বেশি রাখায় চার ব্যবসায়ীকে দুই হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া, খুচরা ব্যবসায়ীদের সতর্কতামূলক দিকনির্দেশনা দেওয়া হয়।

ডাবের বাজারে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে তদারকিমূলক এ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।