অতিরিক্ত চাল মজুদের দায়ে জরিমানা

ভোক্তাকণ্ঠ ডেস্ক: সিরাজগঞ্জের বেলকুচিতে লাইসেন্সবিহীন ব্যবসা করা ও অতিরিক্ত চাল মজুদের দায়ে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার দুপরে বেলকুচি পৌর এলাকার মুকুন্দগাঁতী বাজারে অভিযান পরিচালনা করেন ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিবানী সরকার।

সে সময় উপস্থিত ছিলেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক ফাহাদ ইবনে সালামসহ খাদ্য অধিদপ্তর ও পুলিশ সদস্যরা।

উপজেলা খাদ্য নিয়ন্ত্রক বলেন, অভিযানে অতিরিক্ত চাল মজুত ও লাইসেন্স ছাড়া চালের ব্যবসা করার অপরাধে এক ব্যবসায়ীকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। চালের বাজার নিয়ন্ত্রণে অবৈধ ভাবে মজুত ও অতিরিক্ত দামে বিক্রি বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। যারা নিয়ম মানবে না তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।