বড়পুকুরিয়া কয়লা খনিতে উত্তোলন শুরু

ভোক্তাকণ্ঠ ডেস্ক: দিনাজপুরের পার্বতীপুরে অবস্থিত দেশের একমাত্র ভূ-গর্ভস্থ বড়পুকুরিয়া কয়লা খনির উত্তোলন কাজ শুরু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার পর খনির ১২০৯ ফেইস থেকে পরীক্ষামূলক ভাবে কয়লা উত্তোলন শুরু করা হয়।

জানা গেছে, নতুন ফেইস ১২০৯ থেকে প্রাথমিক ভাবে প্রতিদিন ১,৫০০ থেকে ২,০০০ টন কয়লা উত্তোলন করা হবে। সবকিছু ঠিক থাকলে পরবর্তীতে তা দৈনিক ৩,০০০ থেকে ৩,৫০০ টন হারে কয়লা উত্তোলন করা হবে বলে জানিয়েছে খনি কর্তৃপক্ষ।

৩ দশমিক ৬০ লক্ষ টন লক্ষ্যমাত্রা নিয়ে শুরু হওয়া এ ফেইস থেকে আগামী জুলাই মাস পর্যন্ত কয়লা উত্তোলন করা সম্ভব হবে বলে জানা গেছে। উত্তোলিত এ কয়লা দিয়ে আগামী জুলাই মাস পর্যন্ত নিরবিচ্ছিন্ন ভাবে কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র চালানো যাবে।

বড়পুকুরিয়া কয়লাখনির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী সাইফুল ইসলাম জানান, উৎপাদন শুরু করা হয়েছে। সব ঠিক থাকলে উত্তোলন অব্যাহত থাকবে।

এর আগে ১৪১২ নম্বর ফেইসের মজুদ শেষ হলে গত ২৯ ডিসেম্বর খনির কয়লা উত্তোলন কর্যক্রম বন্ধ করে দিতে বাধ্য হন কর্তৃপক্ষ।