হিলি স্থলবন্দর দিয়ে আলু আমদানি শুরু

ভোক্তাকণ্ঠ ডেস্ক: লোকসানের আশঙ্কায় টানা এক মাস বন্ধ রাখার পর দিনাজপুরের হিলি স্থলবন্দর দিয়ে ফের ভারত থেকে আলু আমদানি শুরু করেছেন আমদানিকারকরা।

শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে ভারতীয় তিনটি ট্রাকে ৬৯ মেট্রিক টন আলু বন্দরে প্রবেশ করে।

এর আগে গত ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত এই বন্দর দিয়ে আলু আমদানি করেন আমদানিকারকরা। তারপর থেকে ০৮ মার্চ পর্যন্ত কোনো আলু আমদানি হয়নি।

হিলি স্থলবন্দরের আলু আমদানিকারক মো. কবির হোসেন বাবু বলেন, আমরা ০৩ ফেব্রুয়ারি থেকে ০৭ ফেব্রুয়ারি পর্যন্ত আলু আমদানি করি। কিন্তু আলু আমদানিতে লোকসান দেখা দেওয়ায় এক মাস আলু আমদানি বন্ধ রাখি। বর্তমানে দেশি আলুর বাজার একটু বেশি হওয়ায় বাজার নিয়ন্ত্রণে রাখার জন্য আবারও আলু আমদানি শুরু করেছি। আমরা ৬৯ মেট্রিন টন আলু আমদানি করেছি।

হিলি উদ্ভিদ সংগনিরোধ কেন্দ্রের উপ-সহকারি প্রকৌশলী মো. ইউসুফ আলী জানান, দেশে আলুর বাজার নিয়ন্ত্রণে রাখতে গেল ০১ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানির অনুমতি দেয় বাণিজ্য মন্ত্রণালয়। হিলি বন্দরের ৫২ জন আমদানিকারক ৩৫ হাজার মেট্রিক টন আলু আমদানির অনুমতি পায়। এরপর ০৩ ফেব্রুয়ারি ভারত থেকে আলু আমদানি শুরু করেন আমদানিকারকরা। মাত্র চার দিন (০৭ ফেব্রুয়ারি পর্যন্ত) আলু আমদানি হয়। এরপর আর কোনো আলু আমদানি হয়নি এই বন্দর দিয়ে।

পানামা হিলি পোর্ট লিংক লিমিটেডের জনসংযোগ কর্মকর্তা মো. সোহরাব হোসেন মল্লিক বলেন, শনিবার ভারতীয় তিনটি ট্রাকে ৬৯ মেট্রিক টন আলু ভারত থেকে পোর্টে প্রবেশ করেছে। কাস্টমসের যাবতীয় প্রক্রিয়া শেষে আলুগুলো দেশের বিভিন্ন মোকামে নিয়ে যাবেন আমদানিকারকরা।

-এমআর/এমএ