ছোটদের টিকার চালান চলতি মাসেই আসার সম্ভাবনা: শিক্ষামন্ত্রী

ভোক্তাকণ্ঠ রিপোর্ট: শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, ‘চলতি মাসের মধ্যেই ছোটদের করোনা টিকার চালান আসার কথা রয়েছে। ইতোমধ্যেই আমরা দেশের ৫ থেকে ১১ বছর বয়সী শিক্ষার্থীদের রেজিস্ট্রেশন শুরু করেছি। এগুলো শেষ হলেই আমরা টিকা কার্যক্রম শুরু করতে পারবো।’

রোববার সচিবালয়ে শিক্ষা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘বাংলাদেশসহ বিশ্বব্যাপী করোনার সংক্রমণ বাড়ছে। বর্তমান প্রেক্ষাপটে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ করা হবে না। শিক্ষাপ্রতিষ্ঠান খোলা রেখেই করোনা ভাইরাসের মোকাবেলা করা হবে।’

তিনি বলেন, ‘সব জায়গায় সামাজিক দূরত্ব মানতে হবে। যাদের সমস্যা তৈরি হবে, তাদের সাবধান থাকতে হবে।’