দাবির মুখে আগের স্থানে ফিরছে লিটল ম্যাগ চত্বর

এবারের বই মেলায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন অব বাংলাদেশের গেটের দিকে রাখা হয়েছিল লিটল ম্যাগ চত্বর। জাইগাটি নিরিবিলি এবং লোকসমাগম খুব কম হয়, সাথে লিটলম্যাগের স্টল বিন্যাস নিয়েও সম্পাদকরা ছিলেন অখুশি তাই লিটলম্যাগের স্টল বিন্যাস এবং আগের জায়গায় (সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত মঞ্চের পার্শ্বে ) ফিরিয়ে নিয়ে যাওয়ার জন্য রবিবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট ডাকেন লিটল ম্যাগের সম্পাদকরা।

তাদের দাবির মুখে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত চত্বরের পাশে আগের স্থানে লিটল ম্যাগ চত্বর সরিয়ে আনা হচ্ছে।

এ বিষয়ে বাংলা একাডেমির পরিচালক ও বইমেলার সদস্য সচিব জালাল আহমেদ সাংবাদিকদের বলেন, অধিকাংশ লিটল ম্যাগ স্টল মালিকরা দাবি জানিয়েছিলেন লিটল ম্যাগ চত্বরের স্থান পরিবর্তনের। তাদের সেই দাবি মেনে নিয়ে সোহরাওয়ার্দী উদ্যানের উন্মুক্ত চত্বরের পাশে, আগের স্থানে সরিয়ে আনা হচ্ছে লিটল ম্যাগ চত্বর।

Leave a Comment