ইভ্যালির রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

এসি না দেওয়ার অভিযোগে দায়ের করা মামলায় আবারও  ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলকে জেলগেটে জিজ্ঞাসাবাদের অনুমতি দিয়েছেন আদালত।

বৃহস্পতিবার (৩০ সেপ্টেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াসির আহসান চৌধুরীর আদালত এই আদেশ দেন।

ই-কমার্স প্রতিষ্ঠান ইভ্যালির প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ রাসেলের বিরুদ্ধে ৮৫ হাজার টাকা মূল্যের এসি সরবরাহ না করার কারণে মামলাটি হয়েছিল।

এদিন তদন্ত কর্মকর্তা এই মামলায় আসামি রাসেল ও তার স্ত্রী শামীমাকে আদালতে হাজির করে গ্রেফতার দেখানোর আবেদন করেন। এরপর আসামি রাসেলকে ৫ দিনের রিমান্ডের আবেদন করেন তদন্ত কর্মকর্তা। অন্যদিকে আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিল চেয়ে জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে গ্রেফতারের আবেদন মঞ্জুর করেন আদালত। এরপর আদালত রিমান্ড ও জামিন নামঞ্জুর করে আসামি রাসেলকে তিন কার্যদিবসের মধ্যে একদিন জেলগেটে জিজ্ঞাসাবাদের নির্দেশ দেন।