ঈদ উপলক্ষে দুস্থদের জন্য এক লাখ টন চাল বরাদ্দ

ভোক্তাকন্ঠ ডেস্ক: পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে সহায়তা দেওয়ার লক্ষ্যে এক লাখ ৩৩০ টন ভিজিএফের চাল বরাদ্দ দিয়েছে সরকার।

উপজেলা ও পৌরসভায় বিতরণের জন্য দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে সোমবার (৪ এপ্রিল) এ বরাদ্দ দেওয়া হয়।

ভিজিএফ কর্মসূচির আওতায় সারা দেশের সর্বমোট ১ কোটি ৩৩ লাখ ৫৪০টি ভিজিএফ কার্ডের বিপরীতে এ বরাদ্দ দেওয়া হয়েছে। কার্ডপ্রতি ১০ কেজি হারে এ চাল বিতরণ করা হবে।

বরাদ্দের ক্ষেত্রে দুস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা দিতে বলা হলেও সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে বলেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।

ভিজিএফের চাল আগামী ২৮ এপ্রিলের মধ্যে বিতরণ নিশ্চিত করতে জেলা প্রশাসকদের নির্দেশনা দেওয়া হয়েছে।