দধিতে ওজন কম দিচ্ছে বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার

নিজস্ব প্রতিবেদক:
৫০০ গ্রাম ওজনের দধি পণ্যে ২৫ গ্রাম কম দেয়ায় বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার ১ লাখ টাকা জরিমানা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)।

সোমবার মোহাম্মদপুর ও আদাবর থানাধীন এলাকায় মোবাইল কোর্ট পরিচালিত হয়।

বিএসটিআই সূত্রে জানা যায়, পণ্য মোড়কজাতকরণ সনদ ব্যতীত পাউরুটি, বিস্কুট, ঘি বিক্রয় ও বাজারজাত করায় এবং ব্যবহৃত ওজনযন্ত্রে ৫০০ গ্রাম ওজনের দধি পণ্যে ২৫ গ্রাম কম প্রদান করায় বিক্রমপুর মিষ্টান্ন ভাণ্ডার কে এক লক্ষ জরিমানা করা হয়।

এছাড়া ওজন ও পরিমাপ মানদন্ড আইন, ২০১৮ অনুসারে ব্যবহৃত ওজনযন্ত্রে ওজনে ২০০ গ্রাম কম প্রদান করায় মেসার্স মদিনা ষ্টীল কর্পোরেশন কে টাকা ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

বিএসটিআই’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মুহাম্মদ আমিমুল এহসান এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসআর