নিত্যপণ্যমুল্যের উর্ধ্বগতি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে গণঅবস্থান

নিজস্ব প্রতিবেদক:

নিত্যপণ্য মুল্যের ক্রমাগত উর্ধ্বগতি ও গণপরিবহনে ভাড়া বৃদ্ধির প্রতিবাদে ঝিনাইদহে গণঅবস্থান কর্মসূচী পালিত হয়েছে।

শনিবার সকালে কনজুমার এসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব)’ ঝিনাইদহ জেলা শাখার আয়োজনে শহরের পায়রা চত্বরে এ কর্মসূচী পালিত হয়।

এতে ব্যানার ফেস্টুন নিয়ে ক্যাব’র নেতৃবৃন্দসহ নানা শ্রেণী পেশার মানুষ অংশ নেয়।

এসময় ক্যাব’র সভাপতি আমিনুর রহমান টুকু, ঝিনাইদহ ডায়াবেটিক সমিতির সভাপতি মীর নাসির উদ্দিন, ঝিনাইদহ পল্লি বিদ্যুৎ সমিতির সভাপতি মোঃ হাফিজুর রহমান, অবসরপ্রাপ্ত উপধ্যক্ষ এন এম শাহজালাল, সনাক সদস্য সুরাইয়া পারভীন মলি, ক্যাব’র সাধারণ সম্পাদক শরিফা খাতুন, অবসরপ্রাপ্ত অধ্যক্ষ মুহব্বত হোসেন টিপু, ঝিনাইদহ রিপোটার্স ইউনিটির সভাপতি এম এ কবির, বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা ঝিনাইদহ সদর শাখার সভাপতি সাজেদুর রহমান ফেটু, উন্নয়ন কর্মী হায়দার আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন।

বক্তারা বলেন, তেল সহ নিত্যপণ্যের মূল্য ক্রমাগত উর্ধ্বগতির কারনে দরিদ্র, মধ্যবিত্ত ও নির্দিষ্ট আয়ের লোকেরা সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এছাড়া যানবাহনের ভাড়া বৃদ্ধির কারনে অরাজকতা লক্ষ করা যাচ্ছে। দেশব্যাপী নিত্যপণ্যের মূল্য ক্রমাগত উর্ধ্বগতির নিয়ন্ত্রণ ও যানবাহনের ভাড়া কমানোর দাবী জানিয়ে সরকার সহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নিকট আহবান জানান বক্তারা।

আরইউ